ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ২৩:৩২

সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১২টা সময় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর সড়কে গিয়ে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী-সদস্যরা অংশ নেন।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার হামলা-মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, গুম-খুনের বিচার, দমন-পীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন স্লোগান ছাড়াও প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্যেও স্লোগান দেন তারা। এসময় বাসস্ট্যান্ড এলাকার চার রাস্তার মোড়ে প্রায় দুই ঘণ্টা অবস্থান করায় সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরে সেখান থেকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের চৌরাস্তায় এসে অবস্থান নিয়ে কর্মসূচির সমাপ্ত করে।

ঢাকাটাইমস/০৩আগস্ট/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :