ভারতীয় দল পাকিস্তানে না এলে সেটা খুব বাজে দেখাবে: মঈন খান
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা। তবে রাজনৈতিক কারণে অনেক বছর ধরেই এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। তবে আইসিসি কিংবা এসিসির কোনো ইভেন্ট হলে একে অপরের মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল। স্বাভাবিকভাবেই এসব ইভেন্টকে পাখির চোখ করে রাখেন ক্রিকেটপ্রেমীরা।
আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আসরটির আয়োজক হয়েছে পাকিস্তান। আর তাতেই খানিকটা বেঁকে বসেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কারণ, তারা দেশটিতে গিয়ে কোনো ধরনের ক্রিকেট খেলতে রাজি নয়।
ভারতের এমন সিদ্ধান্তে পাকিস্তানি গণমাধ্যমে মুখ খুলেছেন দেশটির কিংবদন্তি মঈন খান। তার কথায়, পাকিস্তানে খেলতে না আসাটা খুব বাজে দেখাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের সাবেক ব্যাটার মঈন খান বলেন, ‘ভারত বড় দল। তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা উচিত। এশিয়া কাপের পর এখন যদি চ্যাম্পিয়নস ট্রফিতে না আসে, সেটা খুব বাজে দেখাবে।’
তিনি আরও বলেন, ‘এটা সোজা কথা। যদি ভারত আসতে চায়, তাহলে তো ভালো। তারা আসতে না চাইলে এতে কিছু যায় আসে না। এ ব্যাপারে হৈ চৈ করার কিছু নেই। এতে কারো ক্ষতি বা ভালো কিছু হবে না। এটা আইসিসির ইভেন্ট। তাদের তো উচিত ব্যাপারটা দেখা।’
এবারই প্রথম নয়, ২০২৩ সালেও একই কাণ্ড ঘটিয়েছিল ভারত দল। সেবার এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ভারতের আপত্তির কারণে সেই আসরটি গড়িয়েছিল ‘হাইব্রিড’ মডেলে। এতে পাকিস্তানের পাশাপাশি এশিয়া কাপের সহ-আয়োজক হয়েছিল শ্রীলংকা।
এশিয়া কাপের মতো এবারও হাইব্রিড মডেলেই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরই মধ্যে নাকি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
(ঢাকাটাইমস/০৪ আগস্ট/এনবিডব্লিউ)