রাজনৈতিক ও সামাজিক নেতাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৬:২৬ | প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৪, ১৫:৫৪

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার দুপুর থেকে সেনা সদর দপ্তরে এই বৈঠকের প্রক্রিয়া শুরু হয়। বিকাল ৩টায় বৈঠক শুরু হয়।

বৈঠকে ডাক পেয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, সামাজিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না বলে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

দুপুর ২টা ৪৩ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সূত্র ঢাকা টাইমসকে জানায়, দলের আমির চরমোনাইয়ের পীর মুফতী সৈয়দ রেজাউল করীমকে নেওয়ার সেনাপ্রধানের আমন্ত্রণ নিয়ে গাড়ি এসেছে পল্টনের দলীয় কার্যালয়ে।

এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

আইএসপিআর থেকে বলা হয়েছে, জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।

এদিকে রাজধানীর বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে। এক পর্যায়ে বেলা ৩টার দিকে ছাত্র-জনতা মিছিল নিয়ে প্রধানমন্ত্রী বাসভবন গণভবন দখলে নেয়।

(ঢাকাটাইমস/০৫আহষ্ট/জেবি/কেএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

কলিং ভিসা চালু, বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার

১০০ কোটি টাকার অনুদান নিয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক কার্যক্রম শুরু

২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রোরেল, চালু হবে কাজীপাড়া স্টেশন

সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন

কারাগারে ডিভিশন পেয়েছেন সাবেক ৯ এমপি-মন্ত্রী: কারা মহাপরিদর্শক

মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার নির্দেশ

বন্যায় ক্ষয়ক্ষতি ১৪ হাজার ২৬৯ কোটি

কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯০০ বন্দি এখনো পলাতক: আইজি প্রিজন্স

ভারতে শেখ হাসিনার অবস্থান কোন স্ট্যাটাসে, এখনো জানতে চায়নি সরকার

আয়নাঘর পরিদর্শন করবে তদন্ত কমিশন

এই বিভাগের সব খবর

শিরোনাম :