নাটোরে এমপি শিমুলের বাড়িতে আগুন, ৪ জনের মরদেহ উদ্ধার
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই পুড়ে যাওয়া বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের কান্দিভিটুয়া মহল্লার জান্নাতি প্যালেসের দ্বিতীয় ও তৃতীয়তলার বেলকনি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নাটোর সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের ছেলে আকিব খান (১৭), তালতলা এলাকার বকুল হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী সিয়াম হোসেন (১৯), বড়গাছা এলাকার আব্দুল মজিদের ছেলে শফিকুল ইসলাম মোহন (২০) ও মল্লিকহাটি এলাকার ফজের আলীর ছেলে ইয়াসিন আলী (২০)। নিহতদের মধ্যে আকিব এবার এসএসসি পাস করেছে। তার বাবা দেলোয়ার হোসেন নাটোর সিটি কলেজের অধ্যক্ষ এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।
নিহত আকিব হোসেনের মামা তুহিন ইসলাম জানান, সোমবার বিকালে আকিব বাড়ি থেকে বের হয়। এরপর থেকে আকিবকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকালে সংসদ সদস্য শফিকুল ইসলামের পুড়ে যাওয়া বাড়ি দেখতে যাওয়া এক নারী তিনতলার বেলকনিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি আকিবের বলে শনাক্ত করেন তারা।
তিনি আরও জানান, তার ভাগনে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহগুলো আগুনে পুড়ে প্রায় কঙ্কাল হয়ে গেছে। তাদের ধারণা, সোমবার যখন সংসদ সদস্যের বাড়িটি যখন পুড়িয়ে দিচ্ছিল তখন আকিবসহ মৃতরা সেখানে যাওয়ার পর আর বের হতে পারেনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানেন না। খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।
(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)