সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আটক
সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকালে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই আড়ালে ছিলেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। মঙ্গলবার বিকালে পালাতে গিয়ে হলেন আটক।
হাছান মাহমুদ আটক হলেও দুই দিন আগে তার পরিবারের অন্য সদস্যরা দুবাই পালিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে খবর।
এর আগে মঙ্গলবারই দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দর থেকে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে তিনি ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন।
এছাড়া একইদিন বিমানবন্দর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটক করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এজে)