আ.লীগ ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: জয়

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ২৩:৩৫

সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগ এ দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমি বলেছিলাম, আমার পরিবার আর রাজনীতি করবে না। তবে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা হচ্ছে, এমন পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশকে যদি নতুন করে গড়ে তুলতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়।

বাংলাদেশ সময় বুধবার (৭ আগস্ট) রাতে ফেসবুকে ভিডিও বার্তায় জয় এসব বলেন। তাদের পরিবার রাজনীতি চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশে এখন বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারাদেশে ভাঙচুর-লুটপাট হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। অনেককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতি আমি বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জয় বলেন, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনারা একা নন। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সাথে আছি। দেশ ও আওয়ামী লীগকে রক্ষা করতে যা প্রয়োজন তা করতে আমরা প্রস্তুত।

বক্তব্যের শেষ পর্যায়ে শেখ হাসিনাপুত্র বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে, তাদের বলতে চাই, আমরা গণতান্ত্রিক, শৃঙ্খল ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা সবার সঙ্গে আলোচনা করতে চাই, যদি তারা জঙ্গিবাদ ও সহিংসতা বাদ দেয়। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব না।

(ঢাকাটাইমস/০৭আগস্ট/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

১৭ বছরে আ.লীগ যে ভুল করেছে বিএনপি তা করবে না: আমিনুল হক 

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ বিজিএমইএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লায় বৈষম্যবিরোধী মতবিনিময় সভায় ককটেল বিস্ফোরণ

আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না: জিএম কাদের

মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে: বাংলাদেশ ন্যাপ

শিল্পকলার নতুন ডিজি স্বৈরাচারের দোসর, তার নিয়োগ কেন হলো: রিজভী

জাতীয় সংগীত নিয়ে কর্নেল অলি বললেন, সবকিছুই পরিবর্তন সম্ভব

আপিল চালাবে না ইসি, গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে বাধা নেই

বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র-হুমকি বরদাস্ত করা হবে না: ১২ দলীয় জোটের নেতারা

মানুষ হত্যা ও লাশ পোড়ানোয় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই: গোলাম পরওয়ার

এই বিভাগের সব খবর

শিরোনাম :