বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৪, ১০:৪০
অ- অ+

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ২০০৮-২৪ সাল পর্যন্ত তিনি বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন।

টানা চারবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি হিসেবে জয় পান সালাম মুর্শেদী। চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখালেও মূলত রাজনৈতিক পট পরিবর্তনেই এ সিদ্ধান্ত এসেছে।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্যরা চাপে রয়েছেন। সেই আলোকেই মূলত তার পদত্যাগ বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের।

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা