বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৯:২৪| আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৯:২৭
অ- অ+

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আলম খান পদত্যাগ করেছেন।

রবিবার বিকালে মহামান্য রাষ্ট্রপতি চ্যান্সেলর বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য উপাচার্য অধ্যাপক ডা. কামরুল আলম খানের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, আপনার আদেশক্রমে আমাকে ২০২৩ সালের ১২ ডিসেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিলো এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত পারিবারিক কারণে আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।

এর আগে গত শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং প্রভোস্টদের পদত্যাগসহ সাত দফা দাবিতে সংবাদ সম্মেলন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

ইতোমধ্যে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন ছাড়া সবাই পদত্যাগ করেছেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুরানা পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিভল
এক দিন পিছিয়ে মঙ্গলবার দেশে ফিরছেন খালেদা জিয়া
শেখ হাসিনার অপকর্মের খবর রাখতেন বলেই সাগর-রুনিকে হত্যা করা হয়েছে: সালাম আজাদ
আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে জামায়াত আমিরের শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা