ফরিদপুরে পুলিশ-জনতার শোভাযাত্রা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৯:১১

কাজের গতি ফিরিয়ে আনতে ফরিদপুরে পুলিশ-জনতার অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর সারা দেশের ন্যায় ফরিদপুরেও বিক্ষোভকারীরা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় পুলিশের বিভিন্ন স্থাপনায়। লুট করা হয় অস্ত্র, জ্বালিয়ে দেওয়া হয় থানার নথিপত্র ও যানবাহন। এরপর থেকেই কাজের গতি স্থবির হয়ে পড়ে পুলিশের।

তবে বর্তমান সরকারের তৎপরতায় পুলিশের কাজের গতিকে ফিরিয়ে আনতে তৎপর হয়ে ওঠে সিনিয়র পুলিশ কর্মকর্তা সদস্যসহ সকলে। তারই অংশ হিসেবে সোমবার বিকালে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ ছাত্র-জনতার অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ফরিদপুর পুলিশ লাইন থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে তাদের ফুল দিয়ে স্বাগত জানাযন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ সংবাদ কর্মীরা।

এছাড়া জেলা পুলিশ সুপার মোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হোসেন, শৈলেন চাকমা, সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল একে কিবরিয়া স্বপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পুলিশ বাহিনীর সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোরশেদ আলম বলেন, আমরা আমাদের ফোর্সদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে ছাত্র জনতার সমন্বয়ে এই শোভাযাত্রার আয়োজন করেছি। আমরা চাই জেলার নয়টি উপজেলার পুলিশ তার মানবিক কার্যক্রম সেবামূলক কাজ দৃঢ়তার সাথে শুরু করুক।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :