পিরোজপুরের ৭ থানায় পুলিশি কার্যক্রম শুরু
পিরোজপুর জেলার সাতটি থানা তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে।
সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্র্যাফিক বিভাগের কার্যক্রম শুরু করার মাধ্যমে নতুন করে থানাগুলোতেও কার্যক্রম শুরু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
তিনি বলেন, জেলার সাতটি থানা তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে কার্যক্রম পুরোপুরি শুরু করা হয়েছে।
এর আগে পুলিশ সুপার সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্র্যাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)