পিরোজপুরের ৭ থানায় পুলিশি কার্যক্রম শুরু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ২২:১৮
অ- অ+

পিরোজপুর জেলার সাতটি থানা তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে।

সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্র্যাফিক বিভাগের কার্যক্রম শুরু করার মাধ্যমে নতুন করে থানাগুলোতেও কার্যক্রম শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।

তিনি বলেন, জেলার সাতটি থানা তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে কার্যক্রম পুরোপুরি শুরু করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্র্যাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা