জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় নাগরিক সেবা ব্যাহত
আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া পৌরসভার মেয়র কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। ফলে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। তাদের অনুপস্থিতিতে দাপ্তরিক কাজও স্থবির হয়ে পড়েছে।
এর আগে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে উল্লাপাড়া পৌরসভায়।
পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, কার্যালয়ের ভেতরে চেয়ার-টেবিল ও কম্পিউটারসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভাঙচুর ও লুট করা হয়েছে। আগুনে অনেক কিছু পুড়ে গেছে। এতে প্রায় অকেজো হয়ে পড়েছে পৌরসভার কার্যালয়। এর মধ্যেও সীমিত পরিসরে সেবা কার্যক্রম চালু করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে জনগণকে সেবা দেওয়ার। খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। দেখা মিলছে না পৌর কাউন্সিলর ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও।
তাদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা কার্যক্রম। জনপ্রতিনিধিদের কাছে জরুরি সেবা নিতে এসে ফিরে যাচ্ছে সেবা প্রার্থীরা।
আত্মগোপনের বিষয়ে জনপ্রতিনিধিদের স্বজনরা বলেন, তাদের বাড়ি-ঘরে হামলা ভাঙচুর করা হয়েছে। তারা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণেই তারা আত্মগোপনে রয়েছে।
সরেজমিনে উল্লাপাড়া পৌরসভা এবং কয়েকটি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেছে, অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থাকলেও কোনো জনপ্রতিনিধি নেই। জনপ্রতিনিধিদের ছাড়া যেসব জরুরি সেবা প্রদানযোগ্য সেগুলো দেওয়ার চেষ্টা করছেন তারা।
সেবাপ্রার্থীরা জানান, জন্মসনদ, মৃত্যু সনদ, ওয়ারিশি সনদ ও ট্রেড লাইসেন্সসহ ইত্যাদি সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, স্ব-স্ব কার্যালয়ে যোগদানের জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সকলের নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে আমরা কাজ করছি।
(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএস)