এবার কি জন্মদিন পালন করবেন খালেদা জিয়া? বাইরে কৌতূহল তবে নারাজ বিএনপি চেয়ারপারসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৯:০৭ | প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৪, ১৮:৫৭

১৫ আগস্ট এল বলে। এবার কি জন্মদিন পালন করবেন বিএনপিনেত্রী খালেদা জিয়া? না কি বিগত বেশ কয়েক বছরের মতো এবারও জন্মদিন পালন করবেন না সাবেক প্রধানমন্ত্রী? ক্ষমতার পটপরিবর্তনে খালেদা জিয়া এখন মুক্ত। তার জন্মদিন পালন নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ যেমন রয়েছে, তেমনি আছে কৌতূহল।

পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। এতদিন ধরে রাষ্ট্রীয় ভাবে জাতীয় শোক দিবস পালিত হতো। দলীয় ভাবে নানা কর্মসূচি পালন করতো আওয়ামী লীগ। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ একেবারেই চুপসে গেছে। ১৫ আগস্ট ঘিরে দলটির কোনো কর্মসূচিও এখন পর্যন্ত জানা যায়নি।

নতুন সরকার জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। মঙ্গলবার না হলে বুধবারই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল।

খালেদা জিয়ার নামে ইস্যু করা পাসপোর্টেও জন্ম তারিখ উল্লেখ করা আছে ১৫ আগস্ট। বিএনপির ওয়েবসাইটেও বলা হয়েছে, খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। বাবা এস্কান্দর মজুমদার ও মা বেগম তৈয়বা মজুমদারের ছয় ছেলেমেয়ের মধ্যে তিনি চতুর্থ। খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও দিনাজপুরে বাবার কর্মস্থলের সূত্রে তার শৈশব-কৈশোর কেটেছে।

অন্তত আড়াই দশক ধরে খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিন পালন করে আসছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিস্তর সমালোচনা রয়েছে। খালেদা জিয়া উদ্দেশ্যমূলকভাবে ১৫ আগস্ট তার জন্মদিন পালনের জন্য বেছে নিয়েছেন বলে আওয়ামী লীগ নেতারা নানা সময়ে অভিযোগ করেছেন। তবে বিগত কয়েকটি বছরে বিএনপিনেত্রী ১৫ আগস্ট তার জন্মদিন পালন করেননি।

সবশেষ গেল বছর খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালন এবং তার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল করেছিল তার দল বিএনপি। এবার ক্ষমতার পালাবদলে বিএনপি অনেকটাই চাঙ্গা। মঙ্গলবার বিকালে ১৪, ১৫ ও ১৬ আগস্ট সারা দেশে তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

এর মধ্যে ১৪ ও ১৫ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ‘গণহত্যার’ বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করবে দলটি। আর খালেদা জিয়ার জন্মদিন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের জন্য ১৬ আগস্ট দোয়া অনুষ্ঠান করবে বিএনপি।

অর্থাৎ ১৫ আগস্ট দলীয়ভাবে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করবে না বিএনপি। কিন্তু বেগম জিয়ার জন্মদিনে পারিবারিক কোনো আয়োজন কি থাকছে? মুক্ত হলেও বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন।

বিএনপির শীর্ষ পর্যায়ের সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ১৫ আগস্ট তার জন্মদিন পালন করবেন না। পারিবারিকভাবেও এদিন কোনো আয়োজন নেই। এমনকি এ নিয়ে কোনো আগ্রহই নেই সাবেক এই প্রধানমন্ত্রীর। তিনি আর কোনো অসুস্থ সংস্কৃতি চান না।

বিএনপি নেতাকর্মীরা একসময় ১৫ আগস্ট ঘটা করে কেক কেটে দলপ্রধানের জন্মদিন পালন করতেন। তবে ২০১৬ সাল থেকে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছে দলটি। চেয়ারপারসনের জন্মদিন ঘিরে এবারও তেমন কর্মসূচিই রেখেছে বিএনপি।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :