ক্যানসার আক্রান্ত অধিনায়কের পাশে দাঁড়াতে মাথা ন্যাড়া করলেন সতীর্থরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১৩:২২| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৩:২৬
অ- অ+

সুইডেনের পঞ্চম বিভাগের ক্লাব কালমার এআইকে এফকে পরিচিত কোনো ক্লাব নয়। নিজ দেশে লিগে ক্লাবটির অবস্থানই বলে দিচ্ছে, বৈশ্বিকভাবে তাদের সেভাবে কারও চেনার কথা নয়। এরপরও বিরল এক দৃষ্টান্ত স্থাপন করে আলোচনায় এল সুইডিশ ক্লাবটি। ক্যানসার আক্রান্ত অধিনায়কের পাশে দাঁড়াতে ও মানসিকভাবে চাঙ্গা রাখতে দলের সব ফুটবলারই মাথা ন্যাড়া করে ফেললেন।

জানা গেছে, কালমারের অধিনায়ক মারকুস হেরমান ক্যানসারের সঙ্গে লড়ছেন। কিন্তু সেই লড়াই যে হেরমানের একার নয়, সেটি বোঝাতেই মাথা ন্যাড়া করেছেন দলের বাকি সদস্যরা। নিজেদের মাথা ন্যাড়া করার সেই ভিডিও দলের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এক্স–এ পোস্টও করেছেন তারা।

মাথা ন্যাড়া করার এই ভিডিওটি প্রথম পোস্ট করা হয় ৭ আগস্ট। সে ভিডিওর ক্যাপশনে লেখা, ‘ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি।’ ভিডিওতে দেখা যায় দলের খেলোয়াড়েরা ট্রিমার দিয়ে নিজেদের মাথা ন্যাড়া করছেন। ১ মিনিট ১৩ সেকেন্ডের সেই ভিডিওতে এরপর ড্রেসিংরুমে ঢুকতে দেখা যায় হেরমানকে। সতীর্থদের দেখে এ সময় আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি। সবাইকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায় তাকে।

এরপর ধীরে ধীরে ভাইরাল হতে শুরু করে ভিডিওটি। গত কয়েক দিনে অনেকেই এই ভিডিও শেয়ার করেছেন। ফুটবল টুইট নামের একটি আইডি থেকে এই ভিডিও শেয়ার করে লেখা হয়, ‘কালমার এআইকের সব খেলোয়াড় নিজেদের ক্যানসার আক্রান্ত অধিনায়ক মারকুস হেরমানের সমর্থনের মাথা ন্যাড়া করে ফেলেছে।’ নো কনটেক্সট হিউম্যান নামে আরেকটি হ্যান্ডল লিখেছে, ‘কালমার এআইকের খেলোয়াড়েরা অসাধারণ এক উদ্যোগ নিয়েছে।’

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হওয়ার পর এই ভিডিওটি এখন আরও ভাইরাল হয়েছে। অনেকে সতীর্থের প্রতি এই ভালোবাসার জন্য কালমারের খেলোয়াড়দের সাধুবাদও জানিয়েছেন।

পাশাপাশি ক্যানসার আক্রান্ত হেরমানে সাহায্য করতে একটি তহবিলও গঠন করেছে ক্লাবটি। এরই মধ্যে প্রচুর লোক সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছে। তহবিল সংগ্রহের পোস্টে দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘চলুন মারকুসকে (হেরমান) দেখায় যে সে একা নয়।’

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
১৮ দিন বন্ধের পর ঢামেক খুলছে শনিবার
আগামী রোজার আগে নির্বাচন হতে পারে: সংবাদ সম্মেলনে প্রেস উইং
১১৩ কোটি টাকাসহ সাইফুল আলমের ৫৩ ব্যাংক হিসাব জব্দের আদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা