১৫ আগস্ট আ. লীগের সহিংসতার পরিকল্পনা প্রতিহত করা হবে: মির্জা ফখরুল

নীলফামারী প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৪:২৮ | প্রকাশিত : ১৪ আগস্ট ২০২৪, ১৩:৩৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। আমাদের দায়িত্ব হচ্ছে তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা ।

বুধবার সকাল ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। খুনের সঙ্গে যারা জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলে আমি বিশ্বাস করি।’

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জানেন প্রায় দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নির্যাতন করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। জনগণকে সম্পৃক্ত করে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বর্তমান সরকারকে আমাদের সহায়তা করতে হবে।’

এছাড়াও কোটা সংস্কার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব।

সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদ হোসেন পাপ্পু, শওকত চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এমআর)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির সমাবেশে সাইফুল ইসলামের শোডাউন 

নিজের ভোট নিজে না দেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না: গয়েশ্বর

আওয়ামী লীগের কবর রচনা না করা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে হবে: শাহজাহান

ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মির্জা ফখরুল

শেখ হাসিনার ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: যুবদল সভাপতি

আওয়ামী লীগ এখন এতিমের বাচ্চা হয়ে গেছে: শামসুজ্জামান দুদু 

ছাত্র-জনতার জনস্রোতে স্বৈরাচার হাসিনা ভেসে গেছে: মঈন খান

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

চট করে চলে আসেন, জনগণ আপনার অপেক্ষায়: শেখ হাসিনাকে মির্জা আব্বাস

সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা

এই বিভাগের সব খবর

শিরোনাম :