সাজিদের নামে জবির একাডেমিক ভবনের নামকরণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক ভবন রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়।
বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের ১৪তম আবর্তনের একাউন্টিং এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ মারা যান। আজ সকাল ১০ টায় তার গ্রামে বাড়ি টাঙ্গাইলে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন কার্য সম্পন্ন করা হয়।
এর আগে গত ৪ আগস্ট মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাজিদ।
তার এই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জবির নতুন একাডেমিক ভবনের নামকরণ তার নামে করার সিদ্ধান্ত নেয় সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন আমাদের সাজিদ ভাই। আমরা আমার ভাইয়ের এই আত্মত্যাগ কখনোই ভুলে যেতে পারি না। তিনি এই ভবনেই ক্লাস করতেন। তাই আমরা তার নামানুসারে এই ভবনের নামকরণের সিদ্ধান্ত নিই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করেছি। প্রশাসন এ ব্যাপারে আমাদের সঙ্গে একমত পোষণ করেছে।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/পিএস)