বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ‘পর্যটন বিষয়ক’ ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৪, ২০:৪৬
অ- অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুয়াকাটার প্রতিনিধিদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে হোটেল গ্রেভার ইনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও পুলিশ সুপার আনছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা পর্যটন নগরী কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে ফেরা, পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও কুয়াকাটাকে পর্যটকমুখি সংস্করণের উদ্যোগ নিয়ে কথা বলেন।

টুরিস্ট পুলিশ জানায়, এখন থেকে পর্যটকদের জন্য শতভাগ নিরাপত্তায় প্রস্তুত কুয়াকাটা। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও সার্বিক সহযোগিতা করবে বলে একাত্মতা ঘোষণা করেন।

মতবিনিময় সভায় কুয়াকাটা পৌর বিএনপি, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুয়াকাটা জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর থানা, নৌ পুলিশ ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমন্বয়ক মো. শহিদুল ইসলাম সৈকত জানান, কুয়াকাটায় পর্যটকদের শতভাগ নিরাপদ রাখতে যে সকল পদক্ষেপ এখনো বাকি সেগুলো নিতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ন্যায় আর যেন কোনো দখল বাণিজ্য না থাকে সেই কাজ করতে আমরা সার্বিক সহযোগিতা ও অনুরোধ করবো।

কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লি বলেন, কুয়াকাটাতে নির্বিঘ্নে পর্যটকদের বিচরণ রাখতে যত ধরনের সহযোগিতা দরকার তা বিএনপি করবে। কিন্তু বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাদেরকে প্রতিহত করতে আমরা প্রস্তুত।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনছার উদ্দিন বলেন, এখন থেকে ট্যুরিস্ট পুলিশ সার্বিকভাবে পর্যটকদের নিরাপত্তা দিতে প্রস্তুত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে দাবিগুলো এসেছে স্থানীয় মানুষকে সঙ্গে নিয়ে কাজগুলো করার চেষ্টা করব।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা