কুষ্টিয়ায় পদ্মা নদীতে ডুবে শিশু নিখোঁজ

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৪, ২১:০৫
অ- অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসলে নেমে এক শিশু নিখোঁজ হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের খারিজাথাক জামে মসজিদ সংলগ্ন পদ্মা নদীতে শিশুটি নিখোঁজ হয়।

নিখোঁজ শিশুর নাম মোমিন হোসেন (৫)। সে ওই এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছোট ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী আবদুল মান্নান জানান, ৪ থেকে ৫ জন সমবয়সি শিশু পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া খেলছিল। এ সময় মোমিন নদীর পানিতে নিখোঁজ হয়।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ৫ বছর বয়সী একটি শিশু নিখোঁজের খবর পেয়েছি। আমাদের একটি টিমকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পাঠানো হয়েছে। এরপর খুলনা ডুবুরি দলকে খবর দেওয়া হবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৭আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা