চাঁদপুরে কিশোর নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা

চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার আবু সাইদ সায়েম (১৫) নামে এক নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাং সদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে শহরের চেয়ারম্যানঘাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিপরীতে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
সায়েম ব্যাংক কলোনির ভাড়াটিয়া বাসিন্দা মো. স্বপন সরকারের ছেলে। সে ঠিকাদার রিয়াদের অধীনে ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই এলাকার কিশোর গ্যাং সদস্য শান্ত, শামিমসহ বেশ কয়েকজনকে ইট নিক্ষেপ করে সায়েম। ওই ঘটনার জের ধরে কাজ থেকে ফেরার পথে কিশোর গ্যাংয়ের ৬-৭ জন তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই কাজে নেতৃত্ব দেন ব্যাংক কলোনির অজয়ের ছেলে শান্ত। তবে ঘটনার পর থেকে তাদের ঘরে তালা ঝুলছে।
নিহত সায়েমের মা সাজুদা বেগম সাজু বলেন, আমার ছেলে কাজ শেষে মার্কেট থেকে একটি গেঞ্জি ক্রয় করে। এরপর বাসার দিকে আসার সময় ৬-৭ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে যাই। তবে তাদেরকে চিনতে পারিনি। রক্তাক্ত অবস্থায় আশপাশের লোকজনের সহযোগিতায় সদর হাসপাতালে নিয়ে আসি। আমার ছেলে আর বেঁচে নেই। আমি এই হত্যার বিচার চাই।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। মরদেহ এখন পর্যন্ত হাসপাতালের মর্গে রয়েছে।
এই বিষয়ে বক্তব্যের জন্য চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমকে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/পিএস)

মন্তব্য করুন