ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলাকারীদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৪, ১৫:৫৯
অ- অ+

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সামিউল হক নান্টু, সনাক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি খন্দকার খায়রুল আনম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, কালের কণ্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজীদ হাসান তুরাগ, নিউজ টুয়েন্টি ফোরের সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার, উন্নয়ন কর্মী আব্দুল মালেক, বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান অপূর্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুর রশিদ ও সাজ্জাদুর রহমান শৈশব।

বক্তারা, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজে হামলা গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার জন্য চরম হুমকি উল্লেখ করে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা