আহত অন্তত ৪০ জন

সচিবালয়ে গুরুতর আহত হাসনাত আবদুল্লাহ, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৪, ০০:১৮| আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০১:২৬
অ- অ+

সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। বর্তমানে তিনি হাসপাতালতে চিকিৎসদের পর্যবেক্ষণে আছেন। সর্বশেষ খবর অনুযায়ী তার সিটিস্ক্যান করা হচ্ছিল।

শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের এই সংঘর্ষে একজন সংবাদকর্মীসহ আরও অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। এছাড়া কয়েকজন আনসার সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে সচিবালয় ঘেরাও করেন আনসার সদস্যরা। খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এলে আনসার সদস্যরা তাদের ওপর হামলা করেন। এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে আনসার সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এতে হাসনাত আবদুল্লাহসহ উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

এর আগে রবিবার রাতে সরকার আনসারদের সচিবালয় ঘেরাও করেছে বলে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান।

ফেসবুকে তিনি লিখেন, ‘সবাই ‘রাজুতে আসেন। স্বৈরাচারী শক্তি আনসার হয়ে ফিরে আসতে চাচ্ছে। দাবি মানার পরও আমাদের সবাইকে সচিবালয়ে আটকে রাখা হয়েছে।’

তিনি নিজের পোস্টের কমেন্টে লিখেন, ‘এসব করাচ্ছে এনামুল হক শামীম, শরীয়তপুর আসনের সাবেক এমপি। তার বড় ভাই এই আনসারের ডিজি ছিল এবং এই সব আনসার তার ভাইয়ের রিক্রুটেড।’

(ঢাকাটাইমস/২৫আগস্ট/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল ভারত
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ১১৫ বাংলাদেশি
উচ্চ রক্তচাপ প্রতিরোধে করে প্রাকৃতিক দাওয়াই বাঙ্গি ফল
মাদারীপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা