জিএমপির কমিশনার হলেন খোন্দকার রফিকুল ইসলাম

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) খোন্দকার রফিকুল ইসলাম।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে আরও ছয়জন ডিআইজিকে বিভিন্ন মেট্রোপলিটনের পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
খোন্দকার রফিকুল ইসলাম এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সেন্ট্রাল ক্রাইমের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৮ আগস্ট ডিআইজি পদে পদোন্নতি পান তিনি। এর দুদিন পর তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম ও র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
সৎ, দক্ষ ও মেধাবী পুলিশ কর্মকর্তা হলেও ‘অদৃশ্য’ কারণে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন খোন্দকার রফিকুল ইসলাম। শেখ হাসিনা সরকার পতনের পর সম্প্রতি পুলিশ বাহিনীতে ব্যাপক রদবদলের ও সংস্কারের মধ্যে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে তাকেও মূল্যায়িত করে অন্তর্বর্তী সরকার।
রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার তফাদিয়া গ্রামের কৃতি সন্তান খোন্দকার রফিকুল ইসলাম সুনামের সঙ্গে র্যাব-৬ এর পরিচালক, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এর দায়িত্ব পালন করেছেন। কাজের স্বীকৃতিস্বরুপ ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদক প্রাপ্ত হন তিনি।
বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা খোন্দকার রফিকুল ইসলাম ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
(ঢাকাটাইমস/০৩সেপ্টেম্বর/ইএস)

মন্তব্য করুন