সাবেক এমপি লাবু চৌধুরীর নামে হত্যা মামলা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৫
অ- অ+

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন তার নিজ নির্বাচনী এলাকার এক স্বেচ্ছাসেবক দল নেতা। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। তাছাড়া কেন্দ্রীয়, ফরিদপুর জেলা ও সালথা-নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীসহ মোট ১১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার বাড্ডা থানা সূত্রে মামলার বিষয়টি জানা গেছে।

এর আগে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নম্বর ১০ এর বিচারক মো. মোশাররফ হোসেনের নির্দেশে রোববার (১ সেপ্টেম্বর) বাড্ডা থানায় মামলাটি রুজু করা হয়।

মামলার বাদী ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবী গ্রামের মৃত. ইনসুর মাতুব্বরের ছেলে হাসিবুল হাসান লাবলু। তিনি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা।

গত ৫ আগস্ট ঢাকার মধ্য বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রজনতার আন্দোলনের সময় মো. সিরাজুল বেপারী নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় এ হত্যা মামলাটি দায়ের করা হয়। নিহত হওয়া সিরাজুল বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর সদরের তাইজুদ্দীন মুন্সির ডাঙ্গী গ্রামে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। মামলার বাদী হাসিবুল হাসান লাবলু নিহতের খালাতো ভাই বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা