ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা প্রত্যাহার, তোলা যাবে যেকোনো পরিমাণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৩০| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪
অ- অ+

ব্যাংক থেকে যেকোনো নগদ টাকা উত্তোলনের ক্ষেত্রে সাম্প্রতিক আরোপিত নির্ধারিত সীমা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে যেকোনো পরিমাণ নগদ অর্থ উত্তোলন করা যাবে যেকোনো ব্যাংক থেকে।

শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতির পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মেজবাউল হক বলেন, ‘আগামীকাল (রবিবার) থেকে গ্রাহকরা যেকোনো অংকের অর্থ উত্তোলন করতে পারবেন। রবিবার থেকে নগদ অর্থ তোলার ওপর বিধিনিষেধ আর থাকছে না।’

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে দায়িত্ব থেকে বিরত ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গত ৭ আগস্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়, গ্রাহকদের দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ সীমাবদ্ধ করতে। তারপর থেকে এটি দৈনিক নগদ উত্তোলনের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হয়েছে।

গত সপ্তাহে গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট থেকে প্রতি দিনে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা তুলতে পারতেন। তার আগের সপ্তাহে এই সীমা ছিল চার লাখ টাকা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে প্রায় এক মাস পর কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া এই নিষেধাজ্ঞা শিথিল করা হলো।

(ঢাকাটাইমস/০৭সেপ্টেম্বর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা