দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১
গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী বাজারে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন।
রবিবার ভোরে উপজেলার রাজাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাসচালকের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।
স্থানীয়রা জানান, রাজাবাড়ী বাজারে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করে রাখা হয় মাঝে মাঝেই। এটি আগেও দুর্ঘটনার কারণ হয়েছে। রবিবার ভোরে ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. শাহজাহান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
(ঢাকা টাইমস/০৮সেপ্টেম্বর/এসএ)