মাছ মাংস, দুধের দাম স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫১ | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৯

মাছ, মাংস, দুধ ও ডিমের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আলোচনা করে বিশেষ কর্মপরিকল্পনার কথা জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের এ বিশেষ পদক্ষেপ সম্পর্কে আজ সোমবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের সব কর্মকর্তার সঙ্গে দপ্তরের অবস্থা ও করণীয় নিয়ে আলোচনার পরে দক্ষ ও জবাবদিহিমূলক প্রশাসন ব্যবস্থা গড়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের বাজারে ইলিশের সুলভ মূল্য রাখতে রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে। ইলিশ পাচার রোধ ও মূল্য সহনশীল রাখতে আড়তদারসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে। ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইলিশের সুলভ মূল্য নিশ্চিতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মৎস্য ও গবাদি পশুর জাত রক্ষা, খামারিদের সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়েছে। বন্যাকবলিত এলাকার খামারিদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিভিন্ন এনজিও, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিচালক এবং সংস্থার প্রধানদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ আগস্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব, মৎস্য এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সরেজমিন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেন। সেখানে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে মতবিনিময় করে দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

এতে জানানো হয়, বন্যার ক্ষয়ক্ষতি ও বন্যা পরবর্তী পুনর্বাসনে ২৫ আগস্ট মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীন সংস্থার প্রধানদের অংশগ্রহণে এবং ২৮ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এ সভার সিদ্ধান্তের আলোকে সহজ শর্তে ঋণ প্রদান, ঋণের কিস্তি স্থগিত করা, মৎস্য ও পশু খাদ্যের আমদানি শুল্ক হ্রাস, দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান, বিদ্যুতে ভর্তুকি প্রদানের জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য যথাক্রমে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় জরুরিভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ১৮৮ টন দানাদার পশুখাদ্য, ৬৫ টন খড়, ৯৬ টন সাইলেজ ও ৪৫ হাজার উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বন্যাকবলিত এলাকায় পশু খাদ্যের জন্য ৫১ লাখ টাকা প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/টিটি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :