হাউজ বিল্ডিং ফাইনান্সের নতুন চেয়ারম্যান আব্দুল হালিম

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৯

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ. এস. এম. আব্দুল হালিম।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব আফছানা বিলকিস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দা বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন অর্ডার ১৯৭৩-এর আর্টিকেল ৭ অনুযায়ী বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ. এস. এম. আব্দুল হালিমকে তার যোগদানের তারিখ থেকে ৩ (তিন) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

এ এস এম আব্দুল হালিম ১৯৪৮ সালের ১ জানুয়ারি জামালপুর জেলার ইসলামপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ-এ উচ্চতর ডিগ্রি গ্রহনকারী সাবেক এ ইপিসিএস কর্মকর্তা মহকুমা ও জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার হিসেবে মাঠ পর্যায়ে দক্ষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পাট ও বস্ত্র, কৃষি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের পর মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি সাবেক দুর্নীতি দমন ব্যুরোতে দায়িত্ব পালন এবং বিভিন্ন সংস্থা ও কর্পোরেশনের পরিচালক ও চেয়ারম্যান হিসেবেও রেখেছেন কৃতিত্ব ও যোগ্যতার স্বাক্ষর। বর্ণাঢ্য চাকরি জীবনে আব্দুল হালিম জেনেভা কনভেনশনে যোগদানসহ বিভিন্ন শিক্ষা ও সরকারি সফরে নেতৃত্ব প্রদানে এশিয়া এবং ইউরোপের অধিকাংশ দেশ এবং আমেরিকা ভ্রমণ করেন।

(ঢাকা টাইমস/০৯সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

এবার ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মীম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮৫তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এবার ভারতে গেল ৫৩৩ টন ইলিশ, অনুমোদন ছিল ২৪২০

নতুন ৪ এসএমই পণ্যসেবা চালু করলো এনসিসি ব্যাংক 

ডিজিটাল অটোমেশনে টেকসেলবিডির আইকনিক ইভিনিং, ভিয়েতনামের সঙ্গে রপ্তানি চুক্তি

ডিমের বাজারে আগুন: মিডিয়াকে দুষলেন প্রাণিসম্পদ উপদেষ্টা

সনি’র নতুন ব্রাভিয়া টিভি ও আল্ট এফওয়াই টুফোর বাজারজাত শুরু

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :