কুমিল্লায় নৌকাডুবিতে একই নামের ২ শিশু নিহত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৭

কুমিল্লার হোমনায় নৌকাডুবিতে ২ শিশু নিহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার রামকৃষ্ণপুর কানাই শাহ্ ঘাটে এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নামই সামিয়া আক্তার (১২)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার চরলহনিয়া এলাকার আবু মুছা ও গোলাম মোস্তফার মেয়ে এবং কামাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও রামকৃষ্ণপুর কে কে আর কে উচ্চ বিদ্যালয় ছুটি হলে নৌকাযোগে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া, কলাকান্দি, নিজকান্দির ছাত্রছাত্রীরা কানাই লাল সাহার বাড়ি সংলগ্ন খেয়া ঘাট দিয়ে ৩০ থে‌কে ৩২ জন ছাত্র-ছাত্রী ও সাধারণ যাত্রী নিয়ে নৌকা ছেড়ে যায়।

চরলহনীয়া গ্রা‌মের কাছাকাছি গেলে বালুবাহী নৌকার ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়। অনেকে সাঁতার কেটে কিনারে পৌঁছে। কিন্তু কুলে উঠতে পারেনি দুই সামিয়া। তাদেরকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা। তিনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০৯সেপ্টেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :