আলুটিলা পর্যটন গেইটে ই-টিকেট কার্যক্রম চালু
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় প্রবেশ গেইটে পর্যটকদের জন্য ই-টিকেট কার্যক্রম চালু করা হয়েছে।
বুধবার বিকালে পর্যটন কেন্দ্র আলুটিলায় ই-টিকেট কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় জেলা প্রশাসক বলেন, রাজস্ব খাতকে সুসংগঠিত করা এবং পর্যটকদের সুবিধার্থে ই-টিকিট কার্যক্রম আজ থেকে চালু করা হলো। এতে ২০% ডিসকাউন্টের সুবিধা পাওয়া যাবে। খাগড়াছড়িকে পর্যটক বান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কার্যক্রম চালু করা হয়েছে।
ই-টিকিট কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি রোমানা আক্তার, এডিএম রোজলিন শহীদ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, এনডিসি এ.জেড. এম. নাহিদসহ অনেকে।
পর্যটন নগরী আলুটিলাকে নুতন সাজে সজ্জিত এবং পরিবেশ বান্ধব পর্যটকদের সুবিধার্থে জেলা প্রশাসনের এমন উদ্যোগ বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা।(ঢাকা টাইমস/১১সেপ্টেম্বর/এসএ)