ইউজিসির সদস্য হলেন ঢাবির দুই অধ্যাপক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৭

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আগামী চার বছর এ পদে দায়িত্ব পালন করবেন তারা।

নিয়োগপ্রাপ্তরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ এর সংশোধিত আইন, ১৯৯৮- এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান এবং ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের এ নিয়োগের মেয়াদ চার বছর হলেও সরকার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। তাদের অব্যবহিত আগের পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন। কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন।

এ নিয়োগ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/টিটি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :