গুঞ্জনের মাঝে বিসিবিতে তামিম, কারণ জানালেন ফারুক

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৬

জাতীয় দলের একসময় তারকা ক্রিকেটার ছিলেন, অধিনায়কত্বও করেছেন তামিম ইকবাল। ব্যাট হাতে বাংলাদেশকে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি। তবে অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন দেশসেরা এই ওপেনার। ভক্তদের জন্য দুঃসংবাদ; হয়তো আর ক্রিকেটে দেখা নাও যেতে পারে এই বাঁহাতি ব্যাটারকে। কারণ, গুঞ্জন উঠেছে বিসিবির পরিচালক পদে দেখা যেতে পারে এই ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারকে।

গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন বিসিবি পরিচালক হতে যাচ্ছেন তামিম। এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশকিছু কারণও রয়েছে। কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে বিসিবিতে আনাগোনা বেড়েছে তামিমের। বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময়ও উপস্থিত ছিলেন তামিম। সে সময় থেকেই মূলত গুঞ্জনের শুরু।

এই গুঞ্জন আরও বেশি ডানা মেলে গত কয়েকদিন বিসিবির পরিচালকদের পদত্যাগের মাধ্যমে। কেননা আপাতত ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত তিনটি পদ খালি রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম।

এদিকে বৃহস্পতিবার দিনভর জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করেছেন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপলক্ষ্যে তারা দেখা করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে। এরপর বিসিবি সভাপতির সঙ্গে তাদের আলাদা আলোচনা করতে দেখা যায়। যেখানে বর্তমানে খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত ছিলেন তামিমও। যা নিয়ে গুঞ্জনের ডালপালা চলমান থাকায় প্রশ্ন উঠেছে বিসিবি সভাপতির সামনেও।

ওই বৈঠক শেষে বিসিবি থেকে বেরিয়ে যাওয়ার পথে ফারুক আহমেদ বলেন, ‘দেশের পরিস্থিতি তো সবাই জানেন। ওরাও (ক্রিকেটাররা) তো দেশের বাইরের কেউ না। খেলা নিয়ে সবার একটা দুশ্চিন্তা ছিল। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ- এসব নিয়ে কথা বলেছে।’

এটা ছিল ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের প্রসঙ্গ, সেখানে তামিম উপস্থিত থাকার সুনির্দিষ্ট কারণ জানতে চান সাংবাদিকরা। জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘এমনিতে দেখা করতে আসছিল। সে তো আমার সবচেয়ে কাছের, যে প্লেয়ারদের সঙ্গে লম্বা সময় কাটিয়েছে। তাদের সঙ্গেই এসেছে, দেখা করেছে।’

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :