মাদকাসক্ত যুবকের হাতুড়ি পেটায় প্রাণ গেল প্রতিবন্ধী তরুণীর

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৪| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৭
অ- অ+
অভিযুক্ত মাদকাসক্ত যুবক ইলিয়াস

সাতক্ষীরায় ইলিয়াস নামে মাদকাসক্ত এক যুবকের হাতুড়ি পেটায় টুম্পা খাতুন (২০) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত টুম্পা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। সে সাতক্ষীরার রাজার বাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পিতা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধী মেয়ে টুম্পার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব জানান, ‘হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক ইনজুরি হয়েছে। আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই সে মারা গেছে বলে আমার ধারণা।’

সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিক জানান, ‘নিহত টুম্পা তার বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিল। সে বুদ্ধি প্রতিবন্ধী।’

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘাতক যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজন আটক
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা