আমার ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা নেই: ইয়ামাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২২

ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। প্রতিবছরই ফুটবলসদৃশ এই পদক কার হাতে উঠে তা নিয়ে তুমুল আগ্রহ দেখা যায় ভক্তদের মাঝে। সর্বশেষ মৌসুমের পারফরম্যান্সের আলোকে ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হলান্ডদেরই এগিয়ে রাখছেন বেশির ভাগ মানুষ। তবে কেউ কেউ তরুণ লামিনে ইয়ামাল বা নিকো উইলিয়ামসদেরও এই পুরস্কারের দৌড়ে রাখছেন।

কিন্তু বার্সেলোনার স্প্যানিশ তারকা ইয়ামাল ব্যালন ডি’অর জয়ে নিজের কোনো সম্ভাবনাই দেখছেন না। ‘এল হরিমিগুয়েরো’ নামের এক টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকারে ইয়ামাল তার ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন।

পাবলো মোতোসকে দেওয়া নিজের প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ইয়ামাল ব্যালন ডি’অর নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তাকে প্রশ্ন করা হয়েছিল- ৩০ জনের তালিকায় তো আছেন, আপনার এবারের ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা আছে বলে মনে করেন কি না।

একটু লজ্জা নিয়ে এই প্রশ্নের উত্তর সহজভাবেই দিয়েছেন ইয়ামাল। তিনি বলেছেন, ‘আমরা নিকোর সঙ্গে তালিকায় আছি। প্রথমে তার নাম এসেছে, পরে আমার। আমার ব্যালন ডি’অর জয়ের কোনো সম্ভাবনা নেই।’

বার্সেলোনার হয়ে শুরু থেকেই অসাধারণ খেলতে থাকা ১৭ বছর বয়সী ইয়ামাল মূলত ব্যালন ডি’অর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন স্পেনের হয়ে সর্বশেষ ইউরোতে দুর্দান্ত খেলে। স্পেনের ২০২৪ ইউরো জয়ে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ইয়ামাল।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :