পাকিস্তানকে হারিয়ে পাওয়া বোনাসের একটি অংশ বন্যার্তদের দেবেন শান্তরা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১
অ- অ+

পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জেতার পুরস্কার হিসেবে ৩ কোটি ২০ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অর্থ নাজমুল হোসেন শান্তদের হাতে তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজীব। পুরস্কার হিসেবে পাওয়া টাকার একটা অংশ বন্যার্তদের দেবেন তারা।

গত মাসে দেশের প্রায় ১১ জেলায় বন্যা হয়েছে। এতে বিপুল পরিমাণে হতাহতের ঘটনা ঘটেছে। এখন বন্যার পানি কমেছে, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। বন্যার পানি অনেকের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতিও অপরিসীম। এই অবস্থায় মানুষ পুনর্বাসনের আপ্রাণ চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত সেসব মানুষকে সহায়তা করছে পাকিস্তানে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আসা শান্ত বাহিনী।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শনিবার টেস্ট দলের প্রত্যেককে ২০ লাখ করে বোনাস দেয়া হয়েছে। সেখান থেকেই একটা অংশ বন্যার্তদের সহায়তায় দেয়া হবে।

এ সম্পর্কে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা সবাই জানি যে দেশের পরিস্তিতি খুব খারাপ। স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে, বন্যার যে অবস্থা ছিল, এখনও অনেক মানুষ বিপদের মধ্যে আছে। রিকভারি করার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের পাশে থাকার চেষ্টা করছেন। যে বোনাসটা আজকে আমরা পেলাম, টিমের বদৌলতে। সবাই এগ্রি করেছি এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে (বন্যার্ত) হেল্প করার জন্য... যতটুকু সম্ভব আমরা দেয়ার চেষ্টা করব। আমি আশা করব যে দেশের আরও যাদের সামর্থ্য আছে তারাও বন্যার্তদের পাশে থাকবে।’

পাকিস্তানে দাপটের সঙ্গে টেস্ট সিরিজ জেতা বাংলাদেশ আগামীকাল (রবিবার) ভারতের উদ্দেশে উড়াল দেবে। এই সফরের আগে পুরস্কার অনুষ্ঠানটি দলের কাছে বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয় এত বড় একটা সিরিজের আগে এমন অনুষ্ঠান দলের সবার কাছে প্রেরণা হিসেবে কাজ করবে।’

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
শিগগিরই বাংলাদেশ সফর করতে পারেন জর্জিয়া মেলোনি: ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা