ভিসা জটিলতায় ভারত যেতে পারছেন না পরীমনি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫
অ- অ+

প্রথমবারের মতো পার বাংলার সিনেমায় কাজ করছেন এপার বাংলার জনপ্রিয় নায়িকা পরীমনি। সিনেমার নাম ‘ফেলুবকশি’। পাঁচ মাস আগে এটির শুটিংয়ে অংশ নিতে কলকাতায় যান নায়িকা। কিন্তু বাকি অংশের শুটিংয়ের জন্য যেতে পারছেন না।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার আগের ভিসার মেয়াদ শেষ। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাবো, কবে যেতে পারব, বুঝতে পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শুটিং শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

‘ফেলুবকশি’ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। তার সঙ্গে দেখা যাবে ওপার বাংলার সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারকে। থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন দেবরাজ সিনহা। এ সিনেমায় কাজ করতে গিয়ে সেখানকার আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন পরীমনি।

যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই নায়িকা। পরীমনি জানান, নতুন এ সিনেমার শুটিং বাংলাদেশেও হবে। সেখানে থাকবেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করে এ খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা