শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন: মামুনুল হক
শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
রবিবার দুপুরে দিনাজপুর শহরের ইন্সটিটিউটে খেলাফত মজলিশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, শেখ হাসিনা একজন মানসিক রোগী। তিনি দুটি ভিশন নিয়ে বাংলাদেশে রাজনীতি করেছেন। একটি হচ্ছে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়া, অন্যটি হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। এর প্রমাণ হলো—তিনি প্রায় বক্তব্যে বলতেন যেদিন আমার পিতাকে হত্যা করা হয়েছিল সেদিন কোথায় ছিল আওয়ামী লীগ।
শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছেন। হাজার হাজার মানুষ হত্যার দায়ে শেখ হাসিনাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাই যে কোনো মূল্যে বিএনপিসহ ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে না পারে। নতুন স্বাধীনতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, সেই নেতারা, এখন কীভাবে মুখ দেখাবেন। মামুনুল হক বলেন, আওয়ামী লীগের বিচার হতে হবে, কারণ তারা জেনে বুঝে শেখ হাসিনার মতো একজন সাইকোপ্যাথ মহিলাকে ক্ষমতায় টিকে থাকতে সহযোগিতা করেছিলেন।
মামুনুল হক আরও বলেন, ৫ আগস্টের পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিন থেকে পালিয়ে তার পরম বন্ধু নরেন্দ্র মোদির কাছে আশ্রয় নিয়েছে। এর আগে দেশের কোনো প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালায়নি। এরশাদ জেল খেটেছেন, বেগম জিয়া অসুস্থ অবস্থায় কারাগারে ছিলেন। কিন্তু নেতা কর্মীদের বিপদে ফেলে পালিয়ে যাননি। এখন তো আর কেউ আওয়ামী লীগ করে না। যেসকল আওয়ামী লীগ নেতা দেশটাকে নিয়ে চিন্তা করতেন, বিবেক বুদ্ধি সম্পন্ন তাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি আর এই দেশে হবে না। নতুন নামে আসেন রাজনীতি করেন, সমতার ভিক্তিতে বিবেচনা করা হবে।
তিনি বলেন, দেশ রক্ষায় বিএনপি, জামায়াত, হেফাজতসহ সব ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ শক্তি ইসলামী শাসন করবে। সব ধর্ম, বর্ণের মানুষের নিরাপত্তা বিধান করা হবে।
দেশে বিডিআর বিদ্রোহসহ, হেফাজতের উপর হামলা ও জুলাই গণহত্যার বিচার করা হবে। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। কারণ দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায়।
হেফাজত মহাসচিব বলেন, ৫ আগস্টের পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটিও আশ্রয়ের জন্য খুঁজে পায়নি।
বাংলাদেশ খেলাফত মজলিশ দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাইল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জালাল আহমদসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/পিএস)