চাটখিলে আগুনে ৩২ দোকান ও ২৪ অটোরিকশা ছাই

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৫
অ- অ+

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৩২টি দোকান ও গেরেজে থাকা ২৪টি অটোরিকশা। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল সাতটার দিকে দশঘরিয়া দক্ষিণ বাজারে ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দক্ষিণ বাজারের পাটিঘর এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনে মুদি, কসমেটিকস, মনোহারি, কয়েকটি গোডাউন, হকারদের গোডাউন, ভ্যারাইটিজ একটি গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে চাটখিল রামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই ৩২টি দোকান, ২২টি ব্যাটারিচালিত অটোরিকশা ২টি সিএনজিচালিত অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত লোকজনের ধারণা, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের লিডার মো. আবুল কালাম বলেন, 'চাটখিল রামগঞ্জের দুটো ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা ক্ষতিগ্রস্ত ২৭টি দোকানের তালিকা তৈরি করেছি। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ জানা যাবে।

চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, 'উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান ক্ষতিগ্রস্ত বাজার পরিদর্শন করেন। আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের খোঁজ নিয়েছি। সরকারি সহায়তা ছাড়াও স্থানীয় বিত্তবানদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।'

(ঢাকাটাইমস/১৭সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা