১০ বছর পর ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি সিনেমা! তবে কি…

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১
অ- অ+

প্রায় ১০ বছর পর কোনো পাকিস্তানি সিনেমা ভারতে মুক্তি পেতে চলেছে। দেশটির জনপ্রিয় দুই তারকা ফাওয়াদ খান এবং মাহিরা খান অভিনীত ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’ ২০২২ সালে মুক্তি পেয়েছিল। সেই সিনেমাই এবার ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

টেলিভিশন সিরিজ ‘হামসফর’-এর সুবাদে বছর কয়েক আগে ভারতীয়দের মন জিতেছিলেন ফাওয়াদ খান ও মাহিরা খান। এরপর বলিউডের বিগ টিকিটও পান দুজনে। কিন্তু ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ বন্ধ হয়ে যায়।

অবশেষে প্রায় ১০ বছর পর পাকিস্তানি সিনেমা ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ মুক্তি পাচ্ছে ভারতে। ‘হামসফর’-এর প্রায় এক দশক পর এই সিনেমায় জুটি হিসাবে দেখা মিলেছে ফাওয়াদ-মাহিরার। কিন্তু সেই সময় ভারতে মুক্তি পায়নি বক্স অফিস কাঁপানো এই সিনেমা।

দুই বছর পর ভারতে মুক্তি পাচ্ছে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। এর আগে ২০১৫ সালে মাহিরা ও হুমায়ুন সৈয়দের বিন রোয়ে মুক্তি পেয়েছিল ভারতে।

পরিচালক বিলাল লাশারি এবং মাহিরা খান তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি শেয়ার করেছেন। বিলাল খবরটি তার স্যোশাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘বুধবার ২ অক্টোবর ভারতের পাঞ্জাবে মুক্তি পাচ্ছে ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। পাকিস্তানে এই সিনেমা মুক্তির দুই বছর পেরিয়ে গেলেও এখনো সাপ্তাহিক ছুটির দিনগুলিতে ঘরে ঘরে চলে এই সিনেমা। এখন আমি ভারতের পাঞ্জাবি দর্শকদের ভালোবাসার অপেক্ষায়, তারাও দেখে অনুভব করতে পারবেন এই সিনেমার যাদু।’

মাহিরা খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটির পোস্টার শেয়ার করে লেখেন, ‘চলো যাই’। ফাওয়াদ খানও একটি পোস্ট শেয়ার করেছেন। ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’ এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া প্রথম পাকিস্তানি সিনেমা হতে চলেছে।

এটি পাকিস্তানি ক্লাসিক সিনেমা ‘মওলা জাট’-এর রিমেক। সিনেমাটির গল্প মূলত নৃশংস গ্যাং লিডার হামজা আলি আব্বাসি অভিনীত নুরি নাট এবং স্থানীয় নায়ক মাওলা জাট (ফাওয়াদ খান অভিনীত) প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে আবর্তিত।

ভারতে সিনেমাটির মুক্তি ভারতীয় দর্শকদের অত্যন্ত উৎসাহী ও উত্তেজিত করে তুলেছে। কারণ দীর্ঘ সময় পর আবার বড় পর্দায় কোনো পাকিস্তানি সিনেমা দেখার সুযোগ পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা