কুমিল্লায় মাদককারবারির বাড়িতে অভিযান, ইয়াবা ও টাকা উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস,
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৭

কুমিল্লায় মাদকের গডফাদার খ্যাত মানিক মিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের মানিক মিয়ার বাড়ি থেকে ইয়াবা ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ১০৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির এক লাখ ৯ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। অভিযানে সহকারী পরিচালক কাজী দিদারুল আলমসহ ডিএনসির অন্য সদস্যগণ অংশগ্রহণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :