চাঁদপুরের নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩
অ- অ+

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিবের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলার পুলিশ প্রশাসনের কোনো দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। সেবামূলক কাজে অনেকেই পুলিশের কাছে আসেন। এ ক্ষেত্রে যে কোনো পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই তাকে ছাড় দেওয়া হবে না।

কিশোর গ্যাং প্রসঙ্গে এসপি বলেন, কিশোর গ্যাংয়ের জন্য আমরা আলাদা করে ডেটাবেইজ তৈরি করবো। সেখানে পূর্বে কেউ এ সংক্রান্ত কাজে জড়িয়ে থাকলে তাদের ডেটাবেইজ দেখে কাজ করবো। পরবর্তীতে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে।

শহরে অটোরিকশা চলাচল প্রসঙ্গে এসপি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা ব্যাপারে আমরা পৌরসভার সঙ্গে পরামর্শ করবো। এ ক্ষেত্রে দুটি কালার (রং) করা যেতে পারে। যার এক রঙের সকালে এবং অপরটি বিকালে চলতে পারে।

মাদক নির্মূল প্রসঙ্গে নবাগত এসপি বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারাই জড়িত থাকবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শুরুতে নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে ফুল দিয়ে বরণ করে নেনে সাংবাদিকরা।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা