সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৭
অ- অ+

সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবির সম্প্রচার বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এতে চ্যানেলটি সম্প্রচারে ফিরতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের করা এক সম্পূরক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, সিএসবি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর) ছেলে ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)।

তত্ত্বাবধায়ক সরকারের সময়২০০৭ সালের ৬ সেপ্টেম্বর সিএসবির সংবাদ ও বিনোদনমূলক সব প্রকার ভিডিও অনুষ্ঠান/ছায়াছবি সম্প্রচারে অনাপত্তি বাতিল করে তথ্য মন্ত্রণালয় চিঠি দেয়। পাশাপাশি বিটিআরসিও দুটি চিঠি দেয়। এতে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

এ তিনটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৮ সালে হাইকোর্টে রিট করেন ফজলুল কাদের চৌধুরী (ফাইয়াজ)। পরে ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল সিএসবির সম্প্রচার বন্ধ ও ফ্রিকোয়েন্সি লাইসেন্স বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ দর্শাতে সরকার ও বিটিআরসির প্রতি রুল জারি করেন হাইকোর্ট। তবে সেই রুলের ওপর আর শুনানি হয়নি।

সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর ওই তিনটি চিঠির কার্যক্রম স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করা হয়। সেই আবেদনে সোমবার হাইকোর্ট ওই চিঠিগুলোর কার্যক্রম স্থগিত করেন।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা