কারামুক্ত সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪

রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী কারামুক্ত হয়েছে। কারামুক্ত এসব সন্ত্রাসী নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।

রবিবার সকালে পল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( ক্র্যাব) আয়োজিত ‘ওয়ালটন-ক্র্যাব ক্রীড়া উৎসব-২০২৪’ ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, “মাদক, সন্ত্রাস ও অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। জেনেভা ক্যাম্পে অভিযানে অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এবং অপরাধী গ্রেপ্তার হয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ নতুন উদ্যমে কাজ শুরু করেছে।”

তিনি বলেন, “কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের সংখ্যা খুবই নগণ্য। ডিএমপির বেশিরভাগ থানায় এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। অল্প কিছু থানার সংস্কার কাজ চলমান সেটাও খুব দ্রুতই শেষ হয়ে যাবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “ঢাকার সব থানার কার্যক্রম চলছে, ৩-৪টি থানা রিপেয়ারের অপেক্ষায় আছে, যেগুলো ৪-৫ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।”

অপর এক প্রশ্নের জবাবে ঢাকার পুলিশ প্রধান বলেন, “অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক, যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে, যাতে অপরাধ সংঘটিত না হয়। আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি অপরাধীকে যাতে খুঁজে বের করা যায়। খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএম/এফএ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি

আইন সচিব গোলাম রব্বানী অবসরে

তিন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

অর্থ মন্ত্রণালয়ের হিসাব বিভাগের মহানিয়ন্ত্রক হলেন এস এম রেজভী

একজন ডিআইজিসহ ৩০ পুলিশ কর্মকর্তাকে বদলি

পূজামণ্ডপে বিশৃঙ্খলার চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা: আইজিপি

ফাহিমুল ইসলাম সেতু বিভাগের নতুন সচিব

মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা, খাস্তগীরের পোল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগাদেশ বাতিল

বিদ্যুৎ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নতুন সচিব, এলজিইডি সচিব ওএসডি

আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না, ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল: রেজাউল করিম মল্লিক

এই বিভাগের সব খবর

শিরোনাম :