পরিবেশবান্ধব শহর গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৪, ১৯:৪৮
অ- অ+

বসবাসের উপযোগ্য হিসেবে পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ‘গত ১৭ বছরে আওয়ামী সরকার দেশে বৃক্ষনিধন করে যেভাবে জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক একটা রুপ নিয়ে এসেছিল। এই অস্বাভাবিক রুপকে স্বাভাবিক রুপে নিয়ে আসতে আমাদের সকলকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। যাতে আমরা আমাদের পরিবেশকে আরও সুন্দরভাবে রক্ষা করতে পারি। পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে পারি।’

মঙ্গলবার বিকালে মিরপুর ১২ নম্বর এমডিসি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৌদি আরবে শহীদ জিয়াউর রহমানের নামে একটা জায়গার পরিচিতি রয়েছে উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘যেখানে জিয়াউর রহমান নিম গাছ রোপন করেছিলেন, সেই জায়গার মানুষ আজও জিয়াকে স্মরণে রাখে।’

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘বৃক্ষ আমাদের মহা মূল্যবান একটা সম্পদ, যা অক্সিজেন সরবরাহ করে। বর্তমানে বিশ্বায়নের যুগে যে হারে বৃক্ষ নিধন চলছে সেই হারে রোপন হচ্ছে না। ফলে অক্সিজেনের অভাব আরও বেশি পরিলক্ষিত হচ্ছে। আমাদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে। বেশি করে বৃক্ষরোপনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। কারণ বৃক্ষ মানুষের পরম বন্ধু।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আজকে পল্লবী থেকে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হলো, পরিবেশবান্ধব সুন্দর শহর গড়তে শুধু পল্লবী রুপনগর এলাকায় বৃক্ষরোপণ নয়, ঢাকা মহনগর উত্তরের সকল থানা ও ওয়ার্ডে আমরা এই ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।’

পল্লবী থানা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বিপ্লব এর উদ্যোগে এসময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলা দল ঢাকা মহানগর উত্তর এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, রুপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
যেভাবে আওয়ামী লীগবিরোধী মুখ হয়ে ওঠেন আন্দালিব পার্থ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা