রংপুরে ১২শ বোতল ফেনসিডিল জব্দ করল ডিএনসি

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৪, ২০:৩১
অ- অ+

রংপুরের কাউনিয়া থেকে ১ হাজার ২১৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বুধবার রাতে কাউনিয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে সংস্থাটি।

অভিযান পরিচালনাকারী টিমের পরিদর্শক মোজাফফর হোসেন জানান, গোপন সোর্সিং করে টার্গেটকৃত করোলা ব্রান্ডের কারটিকে সিগনাল দিলে ড্রাইভার পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পালানোর সময় একটি নছিমনের সাথে ধাক্কা লাগে। তবে এই সুযোগে ড্রাইভার পালিয়ে যায়। পরে কারটিতে তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গোয়েন্দা কর্মকর্তা জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী রংপুরের গঙ্গাচড়ার জমচওড়া এলাকার বাসিন্দা রবিউল হাসান। এঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ পরিদর্শক আলমগীর হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পরিচালক দিলারা রহমান বলেন, রংপুর অঞ্চলের মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা বিভাগ কাজ করছে। এরই মধ্যে আমরা বড় বড় মাদকের চালান উদ্ধার এবং আসামি গ্রেপ্তার করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে নাশকতার চেষ্টা, ককটেলসহ তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
জুলাই-আগস্ট গণহত্যা মামলায় ৪৫ জনের তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ
ঘাটাইলে পানিশূন্য পুকুরে প্রায় ৭ লাখ টাকার ঘাট নির্মাণ 
আইইউবিএটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা ও স্মরণসভা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা