ধারাভাষ্যে ‘বর্ণবাদী’ মন্তব্য, সঞ্জয় মাঞ্জরেকারকে বরখাস্তের দাবি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ১৬:৩৪
অ- অ+

সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। চলমান এই বিশ্বকাপে শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে টেলিভিশন ধারাভাষ্যে ছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তার বিরুদ্ধে এবার ধারাভাষ্যে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার।

ভারত-নিউজির‌্যান্ড ম্যাচ চলাকালীন মাঞ্জরেকারের কাছে ভারতের ফিল্ডিং কোচ মুনিশ বালি সম্পর্কে জিজ্ঞেস করেন আরেক ধারাভাষ্যকার। তখন মুনিশ বালি সম্পর্কে তথ্য দিতে পারেননি মাঞ্জরেকার। এমনকি পাঞ্জাবের সাবেক এই ক্রিকেটারের পরিচয়ও ঠিকমতো দিতে পারেননি তিনি।

মাঞ্জরেকার জানান, মুনিশ বালি সম্পর্কে তেমন কিছু জানেন না তিনি। এমনকি উত্তর ভারতের কোনো খেলোয়াড়দের সম্পর্কেই ভালো তথ্য জানা নেই তার।

সাবেক ভারতীয় ক্রিকেট বলেন, ‘দুঃখিত, আমি তাকে চিনতে পারিনি। উত্তরাঞ্চলের খেলোয়াড়দের দিকে আমি বেশি তাকাই না। তাদের নিয়ে আমার কোনো আগ্রহ নেই।’

মাঞ্জরেকারের এমন মন্তব্য বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর সমালোচনা করেছেন তারা। কেন এই সাবেক ভারতীয় ক্রিকেটারকে ধারাভাষ্যকার প্যানেলে রাখা হয়েছে, সেটির প্রতিবাদও করেন ক্রিকেট ভক্তরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একজন মাঞ্জরেকারের মন্তব্য উল্লেখ করে লিখেছেন, ‘এমন বর্ণবাদী একজন লোক কীভাবে ধারাভাষ্য প্যানেলে যাওয়ার অনুমতি পায়? তার উপর নিষেধাজ্ঞা আরোপ করো।’

আরেকজন লিখেছেন, ‘দুঃখজনক, তাকে অতিদ্রুত বহিস্কার করা উচিত।’

(ঢাকাটাইমস/০৫ অক্টোবর/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা