বিএনপি সম্প্রীতি ও অসাম্প্রদায়িক রাজনীতি করে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ২২:২০
অ- অ+

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, ‘আওয়ামী স্বৈরাচাররা বলেছিল তারা যদি ক্ষমতা ছেড়ে চলে যায় তাহলে তাদের ৫ লক্ষ লোক মারা যাবে, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচার সরকারের পতন হয়েছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার হাজার হাজার ছাত্রজনতার লাশের ওপর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন কিন্তু একটা লোকও কিন্তু তাদের মারা যায়নি।’

শনিবার বিকালে পল্লবী এ ব্লক বাউনিয়াবাঁধ খেলার মাঠে শহীদ মকবুল স্মৃতি আন্তঃ বাউনিয়াবাঁধ মিনি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করে না দাবি করে আমিনুল হক বলেন, ‘গুম-খুন-হত্যার রাজনীতি বিএনপি করে না। বিএনপি সম্প্রীতির রাজনীতি করে, অসাম্প্রদায়িক রাজনীতি করে; বরং আওয়ামী লীগ গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের ওপর জুলুম অত্যাচার নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার, বাক স্বাধীনতা হরণ করেছে। অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছে।’

আমরা হিন্দু ভাইদের সংখ্যালঘু বলতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘হিন্দু ভাইয়েরা আমাদের বন্ধু, ভাই ও প্রতিবেশী। হিন্দু সম্প্রদায়ের দূর্গাপূজায় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে।’

আমিনুল হক বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকার তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে দেশের যুবসমাজকে মাদকে আসক্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তারেক রহমানের নির্দেশে আগামীদিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে আমরা কাজ করছি, যুবসমাজকে মাদককের ছোবল থেকে বেরিয়ে আনতে তাদেরকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার ভিক্তিতেই আমরা একটা মাদকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।’

৫ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলের সভাপতিত্বে পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী প্রমুখ।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্ণফুলী আবাসিক পাবে ভান্ডালজুড়ির পানি, চুক্তি স্বাক্ষর
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
সাইবার হামলার আশঙ্কা: সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
ছোট-খাটো বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করার আহ্বান মির্জা ফখরুলের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা