কেরাণীগঞ্জে হোটেলে সিলেন্ডার বিস্ফোরণ, নিহত ৩, আহত ১০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৪৩| আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২৩:৪৫
অ- অ+

ঢাকার কেরাণীগঞ্জে একটি হোটেলে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার রোহিতপুর ইউনিয়নের রোহিতপুর বোডিং মার্কেটের একটি হোটেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ওবাইদুল জানান, রামেরকান্দা বোর্ডিং এ বিরিয়ানির দোকানে হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী রিফাত বলেন, মায়েল বিরানির পার্শ্ববর্তী একটি কাবাবের দোকানের সামনে রাখা সিলিন্ডার নবাবগঞ্জ গামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন ধরে যায়। এসময় একাধিক হোটেল কর্মচারী মারাত্মক আহত হন। আতঙ্কে লোকজন এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।

কেরাণীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল জানান, রোহিতপুর বোডিং মার্কেট এলাকার হোটেলের আগুনে এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দোকান থেকে পাশে থাকা আরও কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। মৃতদের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি।

(ঢাকাটাইমস/০৫অক্টোবর/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা