ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৪, ০০:০৫| আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০০:৩০
অ- অ+

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে সুবিধাভোগী কর্মকর্তাদের প্রশাসন থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

রবিবার কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দিন।

মেঘনার উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে সেলিম ভূঁইয়া বলেন, মেঘনা-কাঁঠালিয়া নদী দ্বারা পরিবেষ্টিত এই এলাকার জনগনের প্রায় ৯০% বিএনপির সমর্থক। এজন্য এ এলাকায় দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া লাগেনি। ভাটের চরে থেকে উপজেলা বাস স্ট্যান্ড পর্যন্ত মেইন রাস্তাটি দীর্ঘদিন চলাচলের অযোগ্য ছিলো। বিএনপির নেতাকর্মীরা; আমরা নিজেদের অর্থায়নে রাস্তাটি মেরামত করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের কাছ থেকে আমরা এ শিক্ষা পেয়েছি।

সভায় সভাপতিত্ব করেন মেঘনা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ্ সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদ উল্লাহ সরকার, অ্যাডভোকেট হাতেম আলী, আব্দুল মতিন, মো. শাহাব উদ্দিন, আব্দুল গাফফার ও জহিরুল ইসলাম।

উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হকের (শাহীন) সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কমান্ডার আব্বাসউদ্দীন আহমেদ, শাহজালাল, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ, অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/০৭অক্টোবর/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেটের প্যাকেটের দাম সর্বনিম্ন ৯০ টাকা করার দাবি ডর্‌প যুব ফোরামের
ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে নগরভবনে তালা
জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু 
নোয়াখালীতে বন্দুকসহ মাদক কারবারি আটক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা