সারজিসের বিয়ের হুজুগ তুলে নিজেই বিয়ে করলেন হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বিয়ের হুজুগ তুলে নিজেই বিয়ে করেছেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
গতকাল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে নাটকীয় পোস্ট দেন হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে হাসনাত লেখেন, “শুনলাম আজ রাতে আসিফ মাহমুদের গায়ে হলুদ, সারজিস আলমের বিয়ে আর নাহিদ ইসলামের মেজ ছেলের সুন্নতে খতনা।”
জানা গেছে, আসিফ মাহমুদের গায়ে হলুদ এবং সারজিস আলমের বিয়ের হুজুগ উঠালেও ওই রাতেই পারিবারিকভাবে নিজের বিয়ে সম্পন্ন করেছেন হাসনাত আবদুল্লাহ। আর তার বিয়ের বিষয়টি শনিবার এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন আরেক সমন্বয়ক সারজিস আলম।
হাসনাতকে শুভেচ্ছা জানিয়ে সারজিস লিখেছেন, “আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷ এর মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী৷ আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছ৷ দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন৷”
তবে বিয়ের বিষয়টি এবং স্ত্রীর পরিচয় এখনো জনসম্মুখে আনেননি হাসনাত আবদুল্লাহ।
(ঢাকাটাইমস/১২অক্টোবর/এসকে/এমআর)

মন্তব্য করুন