মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৪, ১৩:০৬| আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৩:৪৫
অ- অ+

ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও দেশটির ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা বাবা সিদ্দিককে (৬৬) গুলি করে হত্যা করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম বলছে, মুম্বাইয়ে ছেলের অফিসের বাইরে সিদ্দিককে গুলি করে হত্যা করা হয়। তার বুকে একাধিক গুলিবর্ষণ করা হয়। উল্লেখ্য, এ বছরের শেষের দিকে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এই ঘটনায় একটি কুখ্যাত অপরাধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে। খবর এএফপির।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশ দুই সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে। অপর এক হামলাকারীকে খোঁজছেন তারা। দুই আটক ব্যক্তি কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এই অপরাধী চক্রের নেতা লরেন্স একাধিক হত্যার দায়ে তিহার জেলে আটক আছেন।

কয়েক সপ্তাহ আগেই সিদ্দিক মৃত্যুর হুমকি পেলে তার নিরাপত্তা বাড়ানো হয়।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেন, “এই ঘটনায় স্তম্ভিত।” তিনি ঘটনাটিকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করেন। এক বিবৃতিতে অজিত পাওয়ার বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার নেপথ্যের ব্যক্তিদেরকেও খুঁজে বের করা হবে বলে জানান তিনি।

কংগ্রেস নেতা রাহুল গান্ধি সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করে মহারাষ্ট্রের রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেছেন। এতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাহুল বলেন, “এই ভয়াবহ ঘটনায় প্রমাণ হয়েছে, মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ধসে পড়েছে। রাজ্য সরকারকে এই হত্যার দায় নিতে হবে।”

তিনি হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবি জানান।

রাজ্যের পশ্চিম বান্দ্রা থেকে তিনবার লোকসভার সদস্য নির্বাচিত হওয়া বাবা সিদ্দিক কংগ্রেস থেকে পদত্যাগ করে এ বছরের ফেব্রুয়ারিতে এনসিপিতে যোগ দিয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা