সালমান ২৩ মামুন ১৩ আনিসুল ৯ মামলায় গ্রেপ্তার 

আদালত প্রতিবেদন, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৩ | প্রকাশিত : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫০

সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনকে সাত থানার ৪৭ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সালমান এফ রহমানকে মতিঝিল থানার ১৭, মিরপুর থানার ৪, ধানমন্ডি ও বাড্ডা থানার একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর থানার ৭, বাড্ডা ও ধানমন্ডি থানার একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মিরপুর মডেল থানার ৭, মোহাম্মদপুরের একটি, ধানমন্ডি থানার তিনটি, বাড্ডা থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জুনায়েদ আহমেদ পলককে মিরপুর মডেল থানার তিনটি, বাড্ডা থানার দুটি ও ধানমন্ডির এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

রাশেদ খান মেননকে মিরপুর মডেল থানার দুটি, হাসানুল হক ইনুকে মিরপুর-বাড্ডা-ধানমন্ডি থানায় একটি করে মামলায়, দীপু মনিকে বাড্ডা থানার এক মামলায়, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে মোহাম্মদপুর থানার দুটি ও আদাবর থানার এক মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে বাড্ডা থানার এক ও ধানমন্ডি থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ডিবির সাবেক উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও থানার একটি মামলায় ও একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রুপাকে মোহাম্মদপুর থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া আওয়ামী লীগ নেতা রুস্তম আলী ও শাহাবুদ্দিনকে বাড্ডা থানার একটি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/আরজেড/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

হত্যাচেষ্টা মামলা: রিমান্ড শেষে কারাগারে শমী-তাপস

সরকারি খরচে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ২৮ হাজার মানুষকে আইনি সহায়তা

আদালতে ‘আমুর আইনজীবী’কে মারধরের ঘটনা সাজানো: পাবলিক প্রসিকিউটর

আদালতে হট্টগোল, আইনজীবীকে মারধর, ‘এই পরিবেশ’ নিয়ে যা বললেন আমু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

হত্যা মামলায় ৬ দিনের রিমান্ডে আমির হোসেন আমু

২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিলের রিভিউ শুনবেন আপিল বিভাগ

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমুর ১০ দিনের রিমান্ড আবেদন

`ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, ফেসবুক প্রোফাইলও লাল করেছিলাম’, আদালতকে তাপস-শমী কায়সার

শমী কায়সার ও গান বাংলার তাপস ৩ দিনের রিমান্ডে

এই বিভাগের সব খবর

শিরোনাম :